সিলেট থেকে পুলিশে ২৮৯ জনের চাকরির সুযোগ
০২ অক্টো ২০২৪, ০৪:৫২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে দেশের ৬৪টি জেলা থেকে ৪ হাজার ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। গতকাল ১ অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন।
জেলাভিত্তিক শূন্য পদের ভিত্তিতে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে ২৮৯ জন পাবেন চাকরির সুযোগ।
পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যানুসারে, সিলেট জেলা থেকে ১০০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নেওয়া হবে। সুনামগঞ্জে এই সংখ্যা ৭২ জন।
মৌলভীবাজার জেলা থেকে সুযোগ পাবেন ৫৬ জন। এছাড়া হবিগঞ্জ জেলার ৬১ জন পুলিশের এই চাকরিতে নিয়োগ পাবেন।
কনস্টেবল পদে আগ্রহীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
আগ্রহীরা police.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন।