স্টাফ রিপোর্টার:
বিপিএলের গ্রুপপর্বের অর্ধেক শেষ। গতকাল সিলেট পর্বের ইতি ঘটল রংপুর-খুলনার ম্যাচ দিয়ে। এরই মধ্যে অনেকটা নিশ্চিত হয়ে গেছে প্লে অফের ভাগ্যটা।
ঢাকা পর্বের শেষে শীর্ষে ছিল রংপুর, তলানিতে ছিল ঢাকা। সিলেট পর্ব শেষেও পরিস্থিতিটা বদলায়নি। দুই দল যথাক্রমে শীর্ষে আর তলানিতেই আছে। তবে ঢাকা এক জয় নিয়ে খাতা খুলেছে। ১৪৯ রানের রেকর্ডগড়া এক জয়ে ক্ষীণ হলেও টিকে আছে দলটার এলিমিনেটরে জায়গা করে নেওয়ার আশা।
ওদিকে রংপুরের একাদশে বৃহস্পতি চলছেই। সোমবার রাতে দলটা ৮ রানে হারিয়েছে খুলনাকে। ৭ ম্যাচের সবকটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফায়ারে এক পা দিয়েই রেখেছে।
এখন পর্যন্ত বিপিএলের এই আসরে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুরই। সবচেয়ে কম খেলেছে চিটাগং কিংস। ৪ ম্যাচের তিনটিতে জিতেছে, নেট রান রেটে এগিয়ে দলটা আছে তালিকার দুইয়ে। তারা আসছে চট্টগ্রাম পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে। ৫টা ম্যাচ সাগরিকায় পাচ্ছে তারা। এক ম্যাচ বেশি খেলে সমান জয় পাওয়া বরিশাল আছে তিনে। পাঁচ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে খুলনা, তারা আছে চারে। সিলেট স্ট্রাইকার্স আর দুর্বার রাজশাহীর জয়ও ২টি করে। কিন্তু দল দুটো খেলেছে একটি করে বেশি ম্যাচ। তারা আছে যথাক্রমে পাঁচ আর ছয়ে। আর তলানিতে আছে ঢাকা, আগেই জেনে গেছেন বিষয়টা।
সিলেট পর্বে শীর্ষ দুই নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বেশ করে। দেখা মিলতে পারে প্রথম দল হিসেবে এবারের বিপিএলের প্লে অফের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া দলটারও, সে শঙ্কা ঢাকারই বেশি আপাতত।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।