সিলেট বিএনপিতে ৩০ জুন পর্যন্ত ‘নিষিদ্ধ’ পাপলু

Daily Ajker Sylhet

admin

০১ এপ্রি ২০২৩, ১২:৩২ অপরাহ্ণ


সিলেট বিএনপিতে ৩০ জুন পর্যন্ত ‘নিষিদ্ধ’ পাপলু

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে দেওয়া সর্বশেষ নোটিশে শাস্তির মেয়াদ বলে দিয়েছে কেন্দ্র।

এতে বলা হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত তিনি দলীয় পদ পদবি ব্যবহার ও দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। ফলে ওই তারিখ পর্যন্ত সিলেট বিএনপিতে তিনি ‘নিষিদ্ধ’ থাকছেন।

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয় কেন্দ্র।

শুক্রবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার পাপলুর পদবি স্থগিত করে জাতীয় নির্বাহী কমিটি। এর আগে গত মঙ্গলবার শোকজ করে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে পাপলুকে নির্দেশ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ২১ মার্চ সিলেটে জাতীয় নেতাদের সঙ্গে তিনি অসাংগঠনিক আচরণের অভিযোগ রয়েছে। এরপরই কেন্দ্র দলের শৃঙ্খলা বহির্ভূত এ ধরনের কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করে পাপলুকে। এর আগে নারী কেলেঙ্কারি ও তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে সিলেট বিএনপিকে অস্থির করে তোলায় বহুল আলোচিত হয়ে উঠেন পাপলু।

Sharing is caring!