সিলেট বিকেএসপির ভর্তি পরীক্ষা ২৪ ডিসেম্বর

Daily Ajker Sylhet

admin

১৯ ডিসে ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ


সিলেট বিকেএসপির ভর্তি পরীক্ষা ২৪ ডিসেম্বর

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশে বিভাগভেদে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে ভর্তি ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে (https://bkspds.gov.bd/application/event/admission-2025) আবেদন ফরম পূরণ করতে হবে। গত ০৭/১২/২০২৪ তারিখ বিকেএসপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে,বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সিলেটের উপ-পরিচালক মোঃ আখিনুর জামান জানান, সিলেট বিভাগের ভর্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ২৪ ডিসেম্বর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ,সিলেটে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।সিলেটে ২১টি খেলার শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে। সিলেট বিভাগের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,সিলেটে(সুরমা বাইপাস,কল্লগ্রাম,খাদিমনগর,সিলেট) ২৪ ডিসেম্বর উপস্থিত হতে হবে। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিকস, আর্চারি, সাঁতার ও ডাইভিং, কারাতে, কাবাডি, বক্সিং, জুডো, উশু, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, টেনিস, হকি, ভলিবল, তায়কোয়ান্দো, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, ভারোত্তলন ও ব্যাডমিন্টন এই ২১টি বিভাগে ভর্তির জন্য সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলার আগ্রহী ভর্তি ইচ্ছুকদের আবেদন গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনলাইনে আবেদনের মাধ্যমে সকল ভর্তিইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের পূর্বে প্রতি ক্রীড়া বিভাগের জন্য ২০০ টাকা হারে অনলাইনে ফি পরিশোধ সাপেক্ষে আবেদন সম্পন্ন করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। বিশেষ ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য রাখা হবে। প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক নির্বাচনের দিন স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এ জন্য ভর্তি ইচ্ছুক প্রার্থী স্ব-স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাকাদি সঙ্গে আনতে হবে। একাধিক ক্রীড়া বিভাগের পরীক্ষা দেওয়ার জন্য একই সঙ্গে একাধিক গেম সিলেক্ট করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে তিন-সাত দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে, যার ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে (bksp.gov.bd) প্রকাশ করা হবে।

প্রশিক্ষণার্থীকে ক্যাম্পে যোগদানের দিনে দুই কপি রঙিন ছবি, জন্ম নিবন্ধন, পিএসসি, জেএসসি/জেডিসি সনদের সত্যায়িত কপি আনতে হবে। প্রশিক্ষণ ক্যাম্পে স্ব স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীকে যে শ্রেণিতে ভর্তির লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি ও গণিত) গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারই নিবন্ধন করতে পারবে। একই ক্রীড়া বিভাগে একাধিকবার নিবন্ধন করলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী নিজ বিভাগের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। এ ছাড়া কেন্দ্রে এসে ফি পরিশোধ সাপেক্ষে গেম যুক্ত করতে পারবে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপি কর্তৃপক্ষের রয়েছে।

Sharing is caring!