Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট মহানগর বিএনপির কমিটি বাতিলের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছেন নেতারা

admin

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ০২:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ | ০২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট মহানগর বিএনপির কমিটি বাতিলের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছেন নেতারা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর বিএনপি এবং এর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করার একটি বিজ্ঞিপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গুজব ও অপপ্রচার। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে ফসবুকে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে।

Manual1 Ad Code

২২ আগষ্ট ২০২৫ তারিখ উল্লেখ করে এতে লেখা হয়েছে, ‘সিলেট মহানগর বিএনপি এবং মহানগর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরও রয়েছে।

Manual2 Ad Code

তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। কে বা কারা, কোন উদ্দেশ্যে এসব করছে তা খতিয়ে দেখতে হবে।’

তিনি আরো বলেন, ‘ফেসবুকের এই সময়ে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) দ্বারা কতকিছু যে করা হচ্ছে তার কোন ইয়াত্তা নেই। আমাদের সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।’

Manual8 Ad Code

শেয়ার করুন