Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সিটির সাবেক মেয়র গ্রেফতার

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:২০ অপরাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সিটির সাবেক মেয়র গ্রেফতার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্টে’ তাকে গ্রেফতার করে মহানগর পুলিশ (এসএমপি)।

Manual3 Ad Code

গ্রেফতার মো. আজম খান ‘ওয়ান ইলেভেন’ সরকারের আমলে সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। তিনি সিসিকের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটর সদস্য।

Manual8 Ad Code

জানা গেছে, ২০০৭ সালে ওয়ান-ইলেভেন সময়ে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিসিকের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্রায় এক বছর দায়িত্ব পালন করেন আজম খান। তৎকালীন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গ্রেফতার হয়ে কারাগারে গেলে আজম খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

Manual2 Ad Code

রোববার রাতে এসএমপি জানায়, অপারেশন ডেভিল হান্টে আজম খান ছাড়াও পুলিশ সর্বশেষ চব্বিশ ঘন্টায় ৫ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত বাকিরা হলেন- সিলেট নগরীর বারুতখানার হাজী আলমগীরের ছেলে ছাত্রলীগকর্মী সাইরুল কবীর সঞ্জয় (২৯), তার ভাই ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের নেতা সানি কবীর (২৯), দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত ওরফে মকন মিয়া এবং সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা মো. ময়নুল ইসলাম (৩৮)।

Manual8 Ad Code

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন