সিলেট সীমান্তে আজ জব্দ অর্ধ কোটি টাকার চোরাই পণ্য

Daily Ajker Sylhet

admin

২৭ নভে ২০২৪, ০৪:৪২ অপরাহ্ণ


সিলেট সীমান্তে আজ জব্দ অর্ধ কোটি টাকার চোরাই পণ্য

স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ২৫ থেকে ২৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বিওপি’র সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৩৫০ কেজি ভারতীয় চিনি, ২ হাজার ৬৯ পিস ভারতীয় কাশ্মীরি রুমাল, ৮ টি ভারতীয় কম্বল, ৪ টি ভারতীয় গরু, ২ টি প্রাইভেটকার এবং ১ টি মোটরসাইকেল আটক করে৷

আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৫০ লক্ষ ৯৪ হাজার ৬০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Sharing is caring!