Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ৪ কোটি টাকার পণ্য জব্দ : আটক ১

admin

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ০২:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ০২:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে ৪ কোটি টাকার পণ্য জব্দ : আটক ১

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ও রবিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে এবং ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

বিজিবির দায়িত্বাধীন সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার বিওপি এলাকায় পরিচালিত এসব অভিযানে ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন ধরনের ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। একই সময়ে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করে বিজিবি।

Manual7 Ad Code

এ ছাড়া শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সানগ্লাস, কিটক্যাট চকলেট ও এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে।

বিজিবি জানায়, সব মিলিয়ে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক। বিধি মোতাবেক জব্দ মালামালগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ইয়াবাসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

Manual1 Ad Code

শেয়ার করুন