Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৬ আসনের সমৃদ্ধির জন্য ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন: অ্যাড. এমরান চৌধুরী

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৬:৩১ অপরাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ | ০৬:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-৬ আসনের সমৃদ্ধির জন্য ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন: অ্যাড. এমরান চৌধুরী

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিয়ানীবাজার ও গোলাপঞ্জ উপজেলার সমৃদ্ধির জন্য আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা প্রয়োজন।

Manual4 Ad Code

বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় বিয়ানীবাজার উপজেলা যুবদলের উদ্যোগে পৌরসদরে আয়োজিত প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান চৌধুরী আরও বলেন, এই বিয়ানীবাজারে ২০০৪ ও ২০০৫ সালে জননেতা তারেক রহমান এসেছিলেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আবারও বিয়ানীবাজারে আসবেন এবং নিজে এ উপজেলার উন্নয়নে বিভিন্ন ঘোষণা দিবেন। গত ১৫ বছর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে উন্নয়নের যে স্থবিরতা দেখা গিয়েছে, আপনাদের রায়ে বিজয়ী হয়ে আগামী দিনে সেটির অবসান ঘটাবো। এ জন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমে পড়তে হবে।

Manual8 Ad Code

এদিকে, বক্তৃতাকালে চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থানে সিলেট মহানগরে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটি এম তুরাব ও উপজেলার জুলাই-শহিদসহ বিয়ানীবাজারের প্রয়াত গুণীজনদের স্বরণ করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিয়ানীবাজারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ, জুবের আহমদ, নুরুল কিবরিয়া, বাবর আহমদ চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, সুয়েল আহমদ, আব্দুল গনি, জাকারিয়া আহমদ, এনাম উদ্দিন দিলাল, এম. এ হাসনাত জামিল, মো. রিপন ও নুরুল আমিন এবং সদস্য আজিজুর রহমান শাহীন, মাহমুদুর রহমান, জয়নাল আবেদীন, বিলাল উদ্দিন, মোর্শেদুর রহমান পলু, জাবের আহমদ, সাইফ আহমদ, আব্দুস শুকুর রিমন, আবু সাইদ ও সারোয়ার খান।

Manual7 Ad Code

এছাড়াও প্রচার মিছিল এবং পথসভায় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

শেয়ার করুন