Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৬ আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপির

admin

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৩:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৩:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-৬ আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপির

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত ও সমালোচিত প্রার্থীদের বদল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার (১ ডিসেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Manual3 Ad Code

সভায় সিলেট-৬ আসনে মনোনয়ন পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। এসব আসনের কিছু প্রার্থীর বিরুদ্ধে নৈতিক স্খলন, বয়সজনিত সীমাবদ্ধতা, বিতর্কিত কর্মকাণ্ড ও সমালোচিত হওয়ার অভিযোগ তুলে নেতারা মত দেন।

Manual5 Ad Code

জানা যায়, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন ফয়সল আহমদ চৌধুরী। নির্বাচনে তিনি ১ লাখের বেশি ভোট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এই আসনে বিএনপি প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে। এমরান চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণার পর বিএনপির একাধিক নেতা প্রকাশ্যে দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান। এই আসনে মনোনয়নবঞ্চিত ফয়সল আহমদ চৌধুরী প্রকাশ্যে কোন মন্তব্য না করলেও নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রাখেন।

Manual4 Ad Code

অন্যদিকে নির্বাচনী প্রচারণা নিয়ে বড় পরিকল্পনা করছে বিএনপি। ‘দেশ গড়ার পরিকল্পনা’ নামে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে জেন-জি প্রজন্মসহ সমাজের সব শ্রেণিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী চলবে। স্থায়ী কমিটির বৈঠকে এ প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বাসযোগ্য, আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে সাতটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি—জলবায়ু ও পরিবেশ রক্ষা, শিক্ষা ও দক্ষ জনশক্তি, স্বাস্থ্য, কৃষি, নারী, ক্রীড়া ও ধর্ম। ক্ষমতায় গেলে এসব ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে একাধিক টিম মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে।

Manual7 Ad Code

স্থায়ী কমিটির বৈঠকে ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। তিনি জানান, ঘোষিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে এবং বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

শেয়ার করুন