Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

admin

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১২:১১ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১২:১১ অপরাহ্ণ

ফলো করুন-
সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে প্রায় আড়াই ঘণ্টা পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার কেবিনে নেওয়া হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে তাকে কেবিনে নেওয়া হয় জানা গেছে।

Manual5 Ad Code

এর আগে রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে তার ফুসফুসে জমা ফ্লুইড অপসারণ করা হয়।

Manual4 Ad Code

গত ৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে খালেদা জিয়াকে বেশ কয়েক দফায় সিসিইউতে নেওয়া হয়েছিল। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সম্প্রতি সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সমন্বয়ক ডা. এস এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার পেটে ও বুকে পানি জমেছে। সেই পানি ঝরছে। লিভার জীবাণু আক্রান্ত হয়ে গেছে। অসুস্থ খালেদা জিয়াকে আর বাসায় নেওয়ার মতো অবস্থা নেই। তাকে এখন আমাদের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। তিনি মৃত্যুর ঝুঁকির মধ্যে আছেন।

Manual2 Ad Code

আরও আগেই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া উচিত ছিল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। খালেদা জিয়াকে দেশের বাইরে নিতেই হবে। তাকে দেশের বাইরে নিয়ে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া দরকার।

শেয়ার করুন