Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে থামছে না চোরা চালান, কোটি টাকার পণ্য জব্দ

admin

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ০৩:০৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ | ০৩:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তে থামছে না চোরা চালান, কোটি টাকার পণ্য জব্দ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের সীমান্ত এলাকায় থামছে না চোরাচালান। সীমান্ত এলাকায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে। বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় চোরাচালন পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৫১০ টাকা বলে জানায় বিজিবি।

তবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে- তারা সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক এ অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual4 Ad Code

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমান ভারতীয় মেডিসিন, কসমেটিকস, ফল, পেঁয়াজ, সুপারি, গরু, কম্বল, চকলেট, সোয়েটার, বিড়ি, জিরা, জুস, বাংলাদেশী শিং মাছ এবং বারকী নৌকা।

Manual1 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

Manual5 Ad Code

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির পৃথক দল সিলেটের সীমান্তবর্তী এলাকা বিছনাকান্দি, উৎমা, সোনালীচেলা, সংগ্রাম, সোনারহাট, পান্থমাই, বাংলাবাজার এবং প্রতাপপুর থেকে এসকল চোরাচালান পণ্য জব্দ করে।

শেয়ার করুন