Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে মোটরসাইকেলে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

admin

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ০৪:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ০৪:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে মোটরসাইকেলে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

Manual7 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং এলাকায় অভিযান চালিয়ে আসামি সুরমা ইউনিয়নের মৃত আরব আলীর পুত্র মহিন উদ্দিন (৩২)-কে গ্রেফতার করে।

Manual1 Ad Code

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম সুনামগঞ্জ সদর উপজেলার ভৈষারপাড় এলাকার এক স্কুলছাত্রী। প্রায়ই অভিযুক্ত মহিন উদ্দিন তাকে উত্যক্ত করতেন এবং একা পেলে অপহরণের হুমকি দিতেন। গত ১৬ অক্টোবর রাত ৮টার দিকে মহিন উদ্দিন ও তার সহযোগী ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের এক সহযোগীর বাড়িতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে ১৮ অক্টোবর রাতে তারা ভিকটিমকে বাদেরটেক এলাকায় তার খালার বাড়িতে ফেলে যায়।

ওই ঘটনায় ভিকটিম বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “অভিযুক্ত মহিন উদ্দিনকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।”

Manual5 Ad Code

শেয়ার করুন