Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুরমা নদীর পাড়ে মিলল যুবকের লাশ

admin

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪ | ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ | ১২:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
সুরমা নদীর পাড়ে মিলল যুবকের লাশ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের সুরমা নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মেন্দিবাগসংলগ্ন নদীর পাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এদিন বেলা ১১টায় সিলেট মহনগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সকালের দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এটা খুনের ঘটনা না কি অন্যকিছু তা লাশের সুরতহাল প্রতিবেদন দেখে জানা যাবে।

Manual4 Ad Code

লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি মঈন উদ্দিন।

Manual1 Ad Code

শেয়ার করুন