Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সেমিফাইনালে কবে কে কার মুখোমুখি হচ্ছে

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩ | ০৫:৪০ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ | ০৫:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সেমিফাইনালে কবে কে কার মুখোমুখি হচ্ছে

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
সেমিফাইনাল খেলতে ইংল্যান্ডের ৩৩৭ রানের চ্যালেঞ্জ ৪০ বলে তাড়া করতে হত পাকিস্তানকে। ইডেনের সেই ম্যাচে বাবর আজমের দল হারল ৯৩ রানের বিশাল ব্যবধানে। তাতে নিউজিল্যান্ড নিশ্চিতভাবে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে। শ্রীলঙ্কাকে হারিয়ে রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে থাকায় সেমিতে পা দিয়েছে কিউই দল।

ফলে আগামী ১৫ নভেম্বর, অর্থাৎ বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে গত দুই আসরের রানার্স আপ নিউজিল্যান্ড। ওই ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তার একদিন পর কলকাতার ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে।

Manual8 Ad Code

২০১৯ বিশ্বকাপের পুনরাবৃত্তি হতে চলেছে এবারের বছরও। গতবার ভারত ছিল টেবিলের শীর্ষস্থানে, আর নিউজিল্যান্ড ছিল চতুর্থ স্থানে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতবার রাউন্ড রবিনে ভারত অপ্রতিরোধ্য থেকেও সেমিফাইনালে হারে নিউজিল্যান্ডের কাছে।

Manual7 Ad Code

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের নেট রান রেট টপকে শেষ চারের টিকিটের জন্য ইংল্যান্ডের ৩৩৭ রানের চ্যালেঞ্জ ৪০ বলে পেরিয়ে যেতে হত পাকিস্তানকে! প্রতি বলে ছক্কা মারলেও যা অসম্ভব। পাকিস্তান শেষ পর্যন্ত অলআউট হয়েছে ২৪৪ রানে। ডেভিড উইলির উইকেট তিনটি। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে বিশ্বকাপ অভিযান শেষ হল পাকিস্তানের। আর ৬ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড সেরা আটে থেকে নিশ্চিত করল চ্যাম্পিয়নস ট্রফি।

Manual8 Ad Code

সেমিফাইনালের লাইন আপ নিশ্চিত হয়ে যায় ৬.৪ ওভারে পাকিস্তানের ২ উইকেটে ৩০ রানের পরই।

শেয়ার করুন