Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সৌম্য-মাহমুদউল্লাহর প্রশংসায় বিসিবি নির্বাচক

admin

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সৌম্য-মাহমুদউল্লাহর প্রশংসায় বিসিবি নির্বাচক

Manual6 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
চলমান বিপিএলে ব্যাট হাতে বেশ ভালো করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বয়স আর ফিটনেসের অজুহাতে ছিটকে গেলেও এবারের বিপিএলে পাল্লা দিয়ে রান করছেন তিনি। একইসঙ্গে গতকাল ব্যাট হাতে নজর কেড়েছেন করেছেন সৌম্য সরকারও। নিউজিল্যান্ড সিরিজের পর থেকেই নিয়মিত রানের সঙ্গেই আছেন একসময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সৌম্য।

Manual7 Ad Code

গতকাল (শনিবার) বিপিএলে আবার দেখা গেল তাদের ব্যাটিং ঝলকানি। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাট হাতে সৌম্য করেছেন ৭৫ রান একইসঙ্গে মাহমুদউল্লাহ করেন ৭৩ রান। আর এমন ঝকঝকে ইনিংসের পর এই দুই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক।

নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে রাজ্জাক লেখেন, ‘দেখতে খুব সুন্দর লাগছে যে স্থানীয় খেলোয়াড়রা বলার মত ইনিংস খেলতে শুরু করেছে। দুর্দান্ত ইনিংস খেলেছেন রিয়াদ ও সৌম্য।’

Manual6 Ad Code

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ থাকবেন কি না সেটা নিয়ে রয়েছে আলোচনা। তবে সৌম্যের থাকার জোর সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন বিসিবি পরিচালক আকরাম খানও। জানিয়েছেন তার নতুন করে কিছু প্রমাণ করার নেই।

Manual1 Ad Code

আকরাম বলছিলেন, ‘রিয়াদ শুরুতে ভালো করেছে এবং ওর তো আসলে প্রমাণ করার কিছু নেই। কারণ অনেক খেলোয়াড় আছে যারা অনেকদিন ধরে খেলে আসছে, তারা অটোমেটিক চয়েজ।’

মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে ফেরা নির্ভর করছে কোচ-অধিনায়কের ওপর এমনটাই বলছেন আকরাম, ‘এখন এটা নির্ভর করছে সিলেক্টর, কোচ ক্যাপ্টেন— ওদের ওপর। ওরা কি ধরনের খেলোয়াড় চায়, কোন পজিশনে কি ধরনের খেলোয়াড় ওদের দরকার– এটা ওদের ব্যাপার। কিন্তু সে ভালো খেলোয়াড় কোনো সন্দেহ নেই। ওর যে স্ট্যাট আছে, সেটা আপনি টি-টোয়েন্টি বলেন কিংবা ওয়ানডে, বাংলাদেশের জন্য সে যথেষ্ট পারফর্ম করেছে।’

Manual7 Ad Code

শেয়ার করুন