হঠাৎ দুপুরে রাস্তায় নুসরাত, এ নিয়ে মুখ খুললেন ২ অভিনেত্রী

Daily Ajker Sylhet

admin

২৯ এপ্রি ২০২৩, ০১:০৮ অপরাহ্ণ


হঠাৎ দুপুরে রাস্তায় নুসরাত, এ নিয়ে মুখ খুললেন ২ অভিনেত্রী

বিনোদন ডেস্ক:
ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান তীব্র গরমে দুপুরে হঠাৎ রাস্তায় বেরিয়ে পড়েন। পরে আচারের নস্টালজিয়ায় পুরনো দিনে ফিরে গেছেন। রাস্তার পাশেই আচারের গাড়িতে সারি দিয়ে তেঁতুল, আম, মরিচের আচার সাজানো। তা দেখে লোভ সামলে ধরে রাখতে পারলেন না নিজেকে। আর সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে করলেনও শেয়ার।

ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, সেই পুরনো দিনগুলোয় ফিরে গেলাম। সেই গরমের দুপুর, তেঁতুলের আচার, আলুকাবলি আর দাদুর ভালোবাসা— এর থেকে ভালো আর কী হতে পারে! এই সাধারণ জিনিসগুলোই জীবনে আনন্দ জোগায়।

নুসরাতের এ ভিডিও দেখে নিজের ছোটবেলায় ফিরে গেলেন মিমি চক্রবর্তী ও কৌশানী মুখোপাধ্যায়।

মিমির মন্তব্য, সত্যিই ছোটবেলায় ফিরে গেলাম।
কৌশানীর মন্তব্য, এ মুহূর্তে আমার এ আচারেরই প্রয়োজন।

বিভিন্ন সময়ে টালিপাড়ায় নায়িকাদের পারস্পরিক সমীকরণ নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। তবে এ যাত্রায় যে তিন অভিনেত্রীকে এক সূত্রে গেঁথে দিল আচার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ মুহূর্তে মিমি ব্যস্ত ‘রক্তবীজ’ সিনেমার ডাবিংয়ে। অন্যদিকে নুসরাত ‘শিকার’ সিনেমার শুটিং শুরু করেছেন। এ সিনেমাতে নুসরাত ছাড়াও রয়েছেন যশ ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

Sharing is caring!