হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার দুই

Daily Ajker Sylhet

admin

২৫ এপ্রি ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ণ


হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার দুই

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু আবু বকর হত্যা মামলার প্রধান আসামি ডালিম মিয়া (২৭) সহ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলার পূর্ব বাংলাবাজারস্থ তানহা রেস্টুরেন্টের বিপরীত (পশ্চিম দিক) থেকে এসআই এনামুল হক মিঠু ও এএসআই নোমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ শিশু আবু বকর হত্যা মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাও গ্রামের আব্দুস ছামাদের পুত্র ডালিম মিয়া(২৭) ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের আরমান আলীর পুত্র মিনারকে (২৮) ৯০ পিস এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!