হবিগঞ্জের ছাত্রলীগ নেতা বিমানবন্দরে গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

২৪ এপ্রি ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ


হবিগঞ্জের ছাত্রলীগ নেতা বিমানবন্দরে গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল মিয়া (৩২) কাতার যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার রাসেল বানিয়াচং উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা ও বানিয়াচং উপজেলার কালিকাপাড়া মহল্লার আরজু মিয়ার ছেলে।

ওসি বলেন, রাসেল বানিয়াচংয়ে ছাত্রজনতার আন্দোলনে ‘নাইন মার্ডার’ মামলার আসামি। তার ব্যাপারে ইমিগ্রেশনে চিঠি দেওয়া ছিল। সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে বানিয়াচং থানায় খবর দেয়। তাকে থানায় আনার পর আদালতে পাঠানো হবে।

Sharing is caring!