হবিগঞ্জে আউশ মৌসুমে দেড় লাখ টন ধান ফলনের আশা
০৬ জুন ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ জেলার হাওরগুলোতে বোরো ধান কাটা শেষে আউশ আবাদের ব্যস্ততা শুরু হয়েছে। এ ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলায় আজমিরীগঞ্জ বাদে বাকি আটটি উপজেলায় এ মৌসুমে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার ২০০ হেক্টর। এখান থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
এর আগে জেলার হাওরগুলোতে চাষ করা ১ লাখ ২৩ হাজার ৭৩৭ হেক্টর বোরো জমির ধান সপ্তাহখানেক আগে ঘরে তুলে শেষ হয়েছে। বোরো থেকে এবার হবিগঞ্জে ধান উৎপাদনের পরিমাণ ৫ লাখ ২৪ হাজার ১৪৪ মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার উল্লেখযোগ্য প্রাকৃতিক ক্ষয়ক্ষতি ছাড়াই বোরো ধান তোলা শেষ হয়েছে। এখন আউশের জমি থেকে দেড় লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
৫৫ হাজার ২০০ হেক্টর আউশের লক্ষ্যমাত্রা নিয়ে বুধবার (৫ জুন) পর্যন্ত জেলায় ১ হাজার ৫৫০ হেক্টর জমির আবাদ শেষ হয়েছে। বাকি জমিতে আবাদ শেষ হওয়ার আগেই রোপা-আমনের লক্ষ্যমাত্রা ঠিক করা হবে।