Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ঘর থেকে টেনে নিয়ে খুন : আটক আরেকজন

admin

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ০৩:২৩ অপরাহ্ণ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ | ০৩:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে ঘর থেকে টেনে নিয়ে খুন : আটক আরেকজন

Manual7 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবলে ঘর থেকে টেনে নিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আরও একজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাইয়ুম মিয়া (৩০) বাহুবল উপজেলার স্বর্ণরেখা গ্রামের জলিল মিয়ার ছেলে। র‌্যাব জানায়, তিনি বাহুবল থানার ভুগলী দক্ষিণপাড়ায় জামাল মিয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

মামলার বিবরণে জানা যায়, ভুগলী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা জামাল মিয়ার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। গত ১০ সেপ্টেম্বর ভোরে ওই বিরোধের জেরে কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেয়। জামাল মিয়া ও তার স্ত্রী দরজা খুললে দেশীয় অস্ত্র হাতে থাকা অভিযুক্তরা ঘরে ঢুকে তাকে জোর করে টেনে নিয়ে যায়। স্ত্রী বাধা দিলে তাকে ঘরে ফেলে দরজা বন্ধ করে দেয় তারা।

Manual8 Ad Code

পরে প্রতিবেশীরা এসে দরজা খুলে ঘটনাটি জানতে পারে এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। সকাল ছয়টার দিকে কাছের একটি ধানক্ষেতে জামাল মিয়ার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

Manual3 Ad Code

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

Manual5 Ad Code

র‌্যাব জানায়, মামলায় এর আগে আরও একজন আসামিকে গত ১৩ সেপ্টেম্বর আটক করা হয়েছিল।

Manual7 Ad Code

শেয়ার করুন