Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, বাস চালক আটক

admin

প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ০৩:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৫ | ০৩:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, বাস চালক আটক

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে যাত্রীবাহী বাসে কলেজেছাত্রীকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করেছে চালক ও হেলপার। এ ঘটনায় স্থানীয় জনতা বাস চালক সাব্বির মিয়াকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে।

Manual4 Ad Code

পরে সেনাবাহিনী তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। তবে বাসের হেলপার লিটন মিয়া পালিয়ে যায়। সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান।

জানা যায়, বানিয়াচং উপজেলার বড় বাজার এলাকার বাসিন্দা এবং ঢাকার ফার্মগেটের একটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী ঢাকা থেকে ‘বিলাশ পরিবহন’ নামের বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ওই ছাত্রী ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায়।

Manual6 Ad Code

সিলেটে ঘুম ভেঙে তিনি নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার জন্য ‘মা এন্টারপ্রাইজ’ নামের অপর একটি বাসে উঠেন। শেরপুরে অন্যান্য যাত্রীরা নেমে যাওয়ার পর বাসে সে একা থাকলে চালক সাব্বির ও হেলপার লিটন পালাক্রমে ধর্ষণ করেন।

Manual7 Ad Code

এক পর্যায়ে আউশকান্দিতে ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছলে জনতা বাস চালক সাব্বিরকে আটক করে সোপর্দ করেন। তবে হেলপার লিটন মিয়া পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদ ভিকটিম কলেজ ছাত্রী ও ধর্ষক বাস চালককে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানান, কলেজ ছাত্রীকে ধর্র্ষণের অভিযোগে বাস চালককে জনতা আটক করে পুলিশে দিয়েছে। হেলপার লিটন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন