হবিগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

১০ এপ্রি ২০২৫, ০৮:৩১ অপরাহ্ণ


হবিগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক এক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহ ফয়ছল তালুকদার (৩৮) নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের শিরু মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। নবীগঞ্জ থানার (ওসি) মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি সারা দেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওই দিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন (১৯ ফেব্রুয়ারি) গোপলার বাজার তদন্তকেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Sharing is caring!