হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই নিলেন ভাইয়ের প্রাণ

Daily Ajker Sylhet

admin

০২ সেপ্টে ২০২৪, ০৫:১১ অপরাহ্ণ


হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই নিলেন ভাইয়ের প্রাণ

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লায় পৈত্রিক বসত ভিটা নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। নিহত নওশাদ মিয়া (৪০) দোয়াখানী মহল্লার মৃত কিম্মত আলীর ছেলে।

এ ঘটনার পর থেকেই ছোট ভাই ঘাতক জুনেদ মিয়া (২৫) পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ মিয়া ও জুনেদ মিয়ার মাঝে পৈত্রিক বসত ভিটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুনেদ মিয়া উত্তেজিত হয়ে তার বড় ভাই নওশাদ মিয়াকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, নওশাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণের করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

Sharing is caring!