হবিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

Daily Ajker Sylhet

admin

২৭ মে ২০২৪, ০১:২৭ অপরাহ্ণ


হবিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহত অবস্থায় রিপন মিয়া, মিনু মিয়া, উজ্জল মিয়া, দিদার মিয়া, রায়হান, মুর্শেদ মিয়া, দুলাল মিয়া, মিজান, আবু মুসাসহ বেশ কয়েকজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় ৬ টায় এ ঘটনা ঘটে।

লাখাই থানার (ওসি) আবুল খায়ের জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ আলম মাহফুজের সমর্থকরা বামৈ গ্রামে মোটর সাইকেল প্রতীকের গণ সংযোগ করে। এ সময় একই এলাকায় অপর চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মুশফিউল আলম আজাদের সমর্থকরা কৈ মাছ প্রতীকের গণ সংযোগ চালায়।

গণসংযোগের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দু’পক্ষের লোকজনের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!