Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বিয়ে বাড়িতে ‘উচ্চ শব্দে’ গান, হামলায় ১৫ জন আহত

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | ০১:০৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ | ০১:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে বিয়ে বাড়িতে ‘উচ্চ শব্দে’ গান, হামলায় ১৫ জন আহত

Manual6 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবলে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর করেছে একদল যুবক। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাহুবলের লামাতাশি ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়রা জানান, ঘোষপাড়া গ্রামের হামিদ মিয়ার মেয়ে শারমিন আক্তারের সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার ইমন মিয়ার বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। এসময় সদর উপজেলার আলমপুর গ্রামের কয়েকজন এসে গান বন্ধ করতে বলেন।

Manual6 Ad Code

এর জেরে শুক্রবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে কনের বাড়িতে হামলা চালায় একদল যুবক। এতে কনের মা-চাচিসহ অন্তত ১৫ জন আহত হন।

Manual4 Ad Code

আহতদের মধ্যে দুজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও তিন জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাহুবল থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Manual5 Ad Code

শেয়ার করুন