Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

admin

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ০৫:১০ অপরাহ্ণ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ০৫:১০ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে জালাল মিয়া নামে এক ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী জালাল মিয়া (৪২) উপজেলার ওই গ্রামের মদরিছ মিয়ার পুত্র।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী জালাল মিয়া রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে কয়েকজন মুখোশধারি দুর্বৃত্ত কৌশলে তার ঘরে প্রবেশ করে। পরে তাকে ঘুমন্ত অবস্থায় হত্যা চেষ্টা করে। দুর্বৃত্তদের অবস্থান টের পেয়ে জালাল মিয়া জেগে উঠলে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি ভাবে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বাহুবল মডেল থানা পুলিশ। তবে কি কারণে এ ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, কিছু আলামতও জব্দ করা হয়েছে। কি কারণে এ ঘটনাটি ঘটেছে তা জানা না গেলেও পুলিশী তদন্ত সব বেড়িয়ে আসবে।
তিনি বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Manual8 Ad Code

শেয়ার করুন