Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে যা জব্দ করলো বিজিবি

admin

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ০৪:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ | ০৪:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে যা জব্দ করলো বিজিবি

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) দুপুরে ৫৫ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, রবিবার (১০ আগস্ট) ভোরে মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে তল্লাশিতে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। এছাড়া তেলিয়াপাড়া ও মনতলা বিওপির অভিযানে সাড়ে ২৪ কেজি গাঁজা ও ১৯ বোতল মদ জব্দ করা হয়।

Manual6 Ad Code

অপরদিকে, চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও বাল্লা বিওপির অভিযানে ২২ কেজি গাঁজা, ৪ বোতল মদ ও বিপুল দামী শাড়ি উদ্ধার হয়। এসময় চোরাচালানের সাথে জড়িত কাউকেই গ্রেফতার করা যায় নি।

Manual6 Ad Code

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।’

শেয়ার করুন