Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

admin

প্রকাশ: ০৮ জুন ২০২৩ | ০৫:২৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুন ২০২৩ | ০৫:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়ক অবরোধ করে রাখা হয় অন্তত ২ ঘন্টা। এ সময় তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোকজন অংশ গ্রহন করেন।

Manual1 Ad Code

জানা যায়, গত কয়েকদিন যাবত হবিগঞ্জ শহরে বিদ্যুতের লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। ২৪ ঘন্টার মধ্যে ১৩ থেকে ১৪ ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। যে কারণে তীব্র গরমে হাপিয়ে উঠছে সাধারণ লোকজন। স্থাবির হয়ে পড়েছে শহরের ব্যবসা বানিজ্য। এরই প্রেক্ষিতে দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে একদল শিক্ষার্থীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে। আর এতে করে সীমাহীন দূর্ভোগে পোহাতে হয় যাত্রীদের।

Manual8 Ad Code

খবর পেয়ে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান ও হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। এর পুর্বে একই স্থানে দাড়িয়ে একই দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল, নারী নেত্রী মাহমুদা খা, নাদিয়া খা, প্রণব কুমার প্রমুখ।

Manual1 Ad Code

বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল বলেন, আমাদের পার্শ্ববর্তী জেলার তুলনায় আমাদের দ্বিগুণ লোডশেডিং হচ্ছে। তীব্র গরম আর লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি দ্রুত সমাধান করেন।

শেয়ার করুন