Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় বখাটের কারা দন্ড

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ০৪:০৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৫ | ০৪:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় বখাটের কারা দন্ড

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে কোচিংয়ে যাওয়ার পথে জনৈক এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে আব্দুল মান্নান (২১) নামে এক বখাটেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব আলম এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল মান্নান উপজেলার মিরাশি গ্রামের আব্দুস সালামের ছেলে।

Manual8 Ad Code

পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর জনৈক এক ছাত্রী স্কুলে কোচিংয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত ও স্পর্শের চেষ্টা করে বখাটে মান্নান। এসময় ওই ছাত্রী শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বখাটে মান্নানকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। এতে ইভটিজিংয়ের কথা স্বীকার করলে মান্নানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) নুর আলম জানান, ৬ মাসের দন্ডাদেশ দেয়ার পর তাকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে। ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রশাসন সমসময় কঠোর অবস্থানে রয়েছে। স্কুল-কলেজসহ যেসব পয়েন্টে ইভটিজিং এর আশংকা রয়েছে ওখানেই প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা গুরুত্ব সহকারে দেখা হয়।

Manual1 Ad Code

শেয়ার করুন