Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিল প্রশাসন

admin

প্রকাশ: ০৩ জুন ২০২৩ | ০৩:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৩ জুন ২০২৩ | ০৩:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিল প্রশাসন

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২ জুন) রাত ১০টার দিকে উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন কাজী অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়েটি ভন্ডুল করে দেয়া হয়। এসময় জরিমানা আদায় করা হয় বর ও কনের পিতাকে। অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

Manual7 Ad Code

জানা যায়, বানিয়াচংয়ের যাত্রাপাশা মহল্লার বশির উদ্দিনের কন্যা ও স্থানীয় একটি স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্রীর সাথে বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একই উপজেলার মজলিসপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র রায়হান আহমেদের। কিন্তু ওই স্কুল ছাত্রী প্রাপ্ত বয়স্ক না হওয়ায় উপজেলা প্রশাসন খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এসময় বিয়েটি ভন্ডুল করার পাশাপাশি সতর্ক করে দেয়া হয় কাজীকে। একই সাথে বর ও কনের পিতাকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

এ ব্যাপারে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ওই স্কুল ছাত্রীকে বিয়ে দেয়া যাবে না মর্মে মুচলেখা নেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন এসআই সামছুল আরেফিনের নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন