Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে মির্জা ফখরুল

admin

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১১:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ জুলাই ২০২৫ | ১১:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে মির্জা ফখরুল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছেছেন। সোমবার (৭ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতে যান।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে এই সফরে মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই সিলেটে তাদের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সকাল ১১টায় পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারা।

Manual2 Ad Code

বেলা ২টায় দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে সিলেট জেলা বিএনপির আয়োজনে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলায় নিহত শহীদদের পরিবারকে সম্মান জানানো হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual3 Ad Code

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও অনেকে।

Manual4 Ad Code

মির্জা ফখরুলকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

শেয়ার করুন