স্টাফ রিপোর্টার:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সিলেটে প্রতিবাদ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে দলের নেতাকর্মীরা জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে শেষ হয়। এতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে নেতাকর্মীরা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। এ সময় তারা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, এবার যাবে রাজাকার’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’সহ নানা স্লোগান দেন।
বক্তারা বলেন, গতকাল পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। তারা অভিযোগ করেন, ভিন্নমত দমন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতির অংশ হিসেবেই এ হামলা সংঘটিত হয়েছে।
নেতারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ধরনের হামলার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।