Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হামজা চৌধুরীর দিকে তাকিয়ে বাংলাদেশ

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
হামজা চৌধুরীর দিকে তাকিয়ে বাংলাদেশ

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের এক গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এই ম্যাচে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে ইংল্যান্ডের লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকে, কারণ বাছাইয়ে গ্রুপ ‘সি’তে প্রথম জয়ের স্বপ্ন দেখছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল; আর এই ম্যাচে হারলে পরের রাউন্ডে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে।

Manual3 Ad Code

ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় এবং তা টি স্পোর্টসে দেখা যাবে। জাতীয় স্টেডিয়ামে ইতোমধ্যে কনসার্টের মঞ্চ তৈরি এবং দর্শকদের মাতিয়ে রাখার মহড়ার মতো নানা ব্যস্ততা শুরু হয়ে গেছে, যেখানে হামজা চৌধুরী ও শমিত সোমরা যাদের হাতে নিয়ে মাঠে প্রবেশ করবেন, সেই খুদে ফুটবলাররাও প্রস্তুত হচ্ছেন।

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের অতীত পারফরম্যান্স মোটেও স্বস্তিদায়ক নয়। দু’দলের চারবারের দেখায় লাল-সবুজের দলটি একবারও জিততে পারেনি; দুটিতে পরাজয়ের সঙ্গে সমান সংখ্যক ম্যাচে ড্র করেছে। হংকংয়ের সঙ্গে বাংলাদেশের ফুটবল লড়াইয়ের যাত্রা ছিল দুর্বিষহ, যেখানে ১৯৭৫ সালের ১০ আগস্ট মারদেকা কাপে বাংলাদেশ ৯-১ গোলে হেরেছিল।

Manual2 Ad Code

সর্বশেষ ২০০৬ সালের নভেম্বরে এএফসি কাপে গোলশূন্য ড্র হয়েছিল। অতীত পরিসংখ্যানের সঙ্গে র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশ (১৮৪) থেকে ৩৮ ধাপ এগিয়ে হংকং (১৪৬)। তবে ইতিহাস আর র‍্যাঙ্কিং হংকংয়ের পক্ষে কথা বললেও, অধিনায়ক জামাল ভূঁইয়া ঘরের মাঠে হামজা ও শমিতের মতো উঁচু মানের ফুটবলার থাকায় ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রীতিমতো হংকংকে হুমকি দিয়ে রাখলেন।

তিনি বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচে আমরা ভুল করেছি বলে হেরেছি। হংকংয়ের বিপক্ষে সেটা চলবে না। ম্যাচটি আমাদের ঘরের মাঠে আর দল হিসেবে সবাই একতাবদ্ধ। আমি বিশ্বাস করি, এবার হংকংকে হারাতে পারব।’ দলের সাম্প্রতিক অনুশীলন ও জয়ের তীব্র ক্ষুধা থেকেই জামালের এই বিশ্বাস এসেছে।

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সবচেয়ে বড় ভরসার জায়গা এখন হামজা চৌধুরী, যার আগমনের পর বাংলাদেশের ফুটবলের চেহারা বদলে গেছে। চোটের সঙ্গে লড়াই করা তপু বর্মণের আজ খেলার সম্ভাবনা ক্ষীণ। যদি তপু শেষ পর্যন্ত না খেলেন, তবে হংকংয়ের শক্তিশালী আক্রমণভাগের কারণে রক্ষণে অর্থাৎ তপুর পজিশনে হামজাকে দেখা যেতে পারে।

Manual6 Ad Code

শুধু রক্ষণ নয়, হামজাকে আজ মধ্যমাঠের দায়িত্বও পালন করতে হবে, কারণ বাংলাদেশ কোচ ক্যাবরেরা তাকে দ্বৈত ভূমিকায় চেয়েছেন। পুরো বাংলাদেশ যখন হামজার দিকে তাকিয়ে, তখন প্রতিপক্ষ হংকং দলের কোচ অ্যাশলে ওয়েস্ট উড এক মন্তব্যে আলোচনার জন্ম দিয়েছেন।

সংবাদ সম্মেলনে হামজার মতো ফুটবলার থাকলে তাকে কোন পজিশনে খেলাতেন— এমন প্রশ্নের উত্তরে হংকং কোচ অবাক করে দিয়ে বলেন, ‘আমার দলে সে সাইড বেঞ্চে থাকত।’ নিজেদের ওপর থেকে চাপ সরানোর জন্যই হয়তো হংকং কোচের এটি ছিল একটি কৌশলী মন্তব্য।

তবে বাংলাদেশ কোচ ক্যাবরেরার কণ্ঠে জয়ের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এ স্প্যানিয়ার্ড বলেন, ‘আমরা জানি, আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সব সময়ই সন্তুষ্ট। তবে সাম্প্রতিক কিছু নতুন সংযোজন আমাদের দলকে আরও শক্তিশালী করেছে।’ তিনি যোগ করেন, গ্রুপের চারটি দলই সমমানের, যদিও তাদের খেলার ধরন ভিন্ন। ক্যাবরেরা মনে করেন, হংকং দল সিঙ্গাপুরের মতোই শক্তিশালী।

Manual1 Ad Code

আজ হামজার পাশাপাশি কানাডাপ্রবাসী শমিত সোমের দিকেও চোখ থাকবে ফুটবলপ্রেমীদের, যারা আক্রমণের সুর বেঁধে দেবেন। ফরোয়ার্ড লাইনে ইতালিপ্রবাসী ফাহমিদুল, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেনরা যদি সুযোগ কাজে লাগাতে পারেন, তাহলে গোল খরা কাটবে বলে বিশ্বাস ফুটবলবোদ্ধাদের। শুরুতেই গোল করতে পারলে পরিকল্পনা অনুযায়ী খেলা সহজ হয়ে যাবে, তাতে মিলে যেতে পারে ঐতিহাসিক জয়। যে জয়টি বাংলাদেশের পরের রাউন্ডে খেলার স্বপ্ন টিকিয়ে রাখার পাশাপাশি কোচ ক্যাবরেরার চাকরিও বাঁচিয়ে দিতে পারে।

শেয়ার করুন