১৫ বছরে সুনামগঞ্জে বিএনপির নামে ৭০টি ‘গায়েবি মামলা’

Daily Ajker Sylhet

admin

২০ আগ ২০২৪, ০৪:৪১ অপরাহ্ণ


১৫ বছরে সুনামগঞ্জে বিএনপির নামে ৭০টি ‘গায়েবি মামলা’

সুনামগঞ্জ সংবাদদাতা:
শেখ হাসিনা সরকারের আমলে গায়েবী মামলায় জর্জরিত সুনামগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। তৎকালীন সময়ে হারতাল, গাড়ি ভাঙচুর ও নাশকতা, অগ্নিসংযোগের অভিযোগে এসব মিথ্যা ও সাজানো মামলায় জেলা ও উপজেলা পর্যায়ের সহ্রাধিক নেতাকর্মীর জীবনচক্র কেটেছে থানা আর আদালত পাড়ায়। এসব মামলায় কারাভোগ করেছেন শতাধিক নেতাকর্মী।

গ্রেফতার আতঙ্কে ঘরে বাহিরে পলাতক থাকতে হয়েছে। এতো এতো মামলার খচর ব্যয় নির্বাহে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভুক্তভোগীরা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল গায়েবি মামলা থেকে মক্তি চান ভুক্তভোগী নেতাকর্মীরা।

সুনামগঞ্জ জেলা বিএনপি সূত্রে জানা যায়, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে হারতাল, গাড়ি ভাঙচুর ও নাশকতা, অগ্নিসংযোগের মিথ্যা ঘটনা সাজিয়ে সুনামগঞ্জ জেলা ও সকল উপজেলা বিএনপি, অঙ্গসংগঠনের নামে অন্তত ৭০টি গায়েবি মামলা করা হয়। প্রতি মামলার বাদী হয়েছেন সংশিষ্ট থানার পুলিশ। এতে আসামি হয়েছেন সহ্রাধিকের উপরে নেতাকর্মী। একেকজন নেতার নামে ১৫ থেকে ২০টিও গায়েবি মামলা রয়েছে। কিছু কিছু মামলা নিষ্পত্তি হলেও বেশিরভাগ মামলা এখনো চলমান থাকায় নিয়মিত আদালতে হাজিরা দিতে হয়। এসব মামলায় হাজিরা দিতে দিতে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানিয়েছেন সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, আওয়ামী স্বৈচারি আমলে আমাদের নেতাকর্মীদের নামে ৭০টির বেশি মিথ্যা মামলা দেয়া হয়েছে। গায়েবি ঘটনা সাজিয়ে মামলা করতো পুলিশ। মামলার জন্য আমাদের নেতাকর্মীদের মাসের বেশিভাগ দিন আদালত পাড়ায় কেটেছে। এখনো নিয়মিত এসব মামলায় হাজিরা দিচ্ছি আমরা। একেকজনের নামে একাধিক মামলা । মামলার ব্যয় খরচ চালাতে অনেকেই হিমসিমে পড়তে হয়েছে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময়ও নতুন মামলা দেয়া হয়েছে। নতুন সরকারের কাছে পুলিশের দেয়া গায়েবী মামলা থেকে মুক্তি চান বিএনপির এই নেতা।

জেলা বিএনপির সহ সভাপতি নাদীর আহমদ বলেন, এতোদিন দেশে আওয়ামী লীগের দুঃশাসন ছিল। গায়েবি দিয়ে বিরোধীদলকে দমন নিপীড়ন করা হয়েছে। আমিসহ আমার অনেক সহযোদ্ধা অকারণে কারাভোগ করেছেন। দেশে একধরণের বাকশালি ব্যবস্থা ছিল। গায়েবি তুগলকী ঘটনা সাজিয়ে মামলা দেয়া হয়েছে। ওয়ারেন্ট ছাড়া ঘর থেকে নেতাকর্মীদের ধরে নিয়ে মামলায় আসামি করা হয়েছে। বিগত তিন মেয়াদে আমার নামে ৩টি মিথ্যা মামলা করা হয়েছে। পালিয়ে বেড়িয়ে থাকতে হয়েছে দিনের পর দিন। আমরাই চাই একযুগে সকল গায়েবি মামলা প্রত্যাহার করা হোক।

Sharing is caring!