‘১৫ বছর’ পর কোর্ট পয়েন্টে বিএনপির মঞ্চ!

Daily Ajker Sylhet

admin

১৫ আগ ২০২৪, ০৮:২০ অপরাহ্ণ


‘১৫ বছর’ পর কোর্ট পয়েন্টে বিএনপির মঞ্চ!

স্টাফ রিপোর্টার:
সিলেট বিএনপির নেতারা বলছেন- ১৪ থেকে ১৭ বছর পর আজ মহানগরের কোর্ট পয়েন্টে মঞ্চ স্থাপন করে কোনো সমাবেশ-কর্মসূচি পালন করেছে দলটি। এতদিন রাজপথে তাদের তেমন দাঁড়াতে দেয়নি পুলিশ ও আওয়ামী লীগ। ফলে কোট পয়েন্টে মঞ্চ বেঁধে কোনো কর্মসূচিও পালন করা হয়নি দীর্ঘ ‘১৫ বছর’।

কেন্দ্রের নির্দেশে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরের কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বিকালে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহনগরের সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির এব প্রধান বক্তার বক্তব্য রাখেন উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- গত ১৫ বছরে পুলিশ ও আওয়ামী লীগ যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রত্যেকটি খুনের বিচারে হাসিনার ফাঁসির রায় ঘোষণা করে তাকে এ দেশে নিয়ে এসে রায় কার্যকর করতে হবে।

হাসিনার রেখে যাওয়া দোসরদের সকল ষড়যন্ত্র জাতি শক্ত হাতে প্রতিহত করবে- বলেন বক্তারা।

Sharing is caring!