Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

১৫ বছর পর প্রকাশ্যে অভিনেত্রীর স্বামী-সন্তান

admin

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ০৪:০৪ অপরাহ্ণ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ০৪:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
১৫ বছর পর প্রকাশ্যে অভিনেত্রীর স্বামী-সন্তান

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:
এসএসসি পাশ করার পরই রাহুল রওশনের সঙ্গে বিয়ে হয় ঢালিউড অভিনেত্রী নিঝুম রুবিনার। এরপর চলে গেল ১৫ বছর। এই সময় বিয়ে নিয়ে টু শব্দটিও করেননি অভিনেত্রী। গোপনে থেকে গেছে সেই খবর। নিঝুম রুবিনার স্বামী-সন্তান আছে, মাঝে এমন গুঞ্জন শোনা গেলেও এড়িয়ে গিয়েছেন তিনি। বলেছেন সময় হলেই সব জানাবেন।

এবার হয়েছে সেই সময়। প্রকাশ্যে এনেছেন স্বামী আর সন্তানকে। মেয়ের জন্মদিনে জানালেন ১৫ বছর আগের বিয়ের খবর। গকতাল (১৪ অক্টোবর) ছিল মেয়ে ম্যারিনা মেরিশ আনাহিতার দ্বিতীয় জন্মদিন। শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে ঘটা করে জন্মদিন উদযাপন করেন নিঝুম। এ উপলক্ষ্যে সকলের সঙ্গে স্বামী চলচ্চিত্র নির্মাতা রাহুল রওশনকেও পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

Manual2 Ad Code

নিঝুম রুবিনা বলেন, ‘প্রফেশনাল ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন আলাদা। সবসময় বলে এসেছি আমি আমার ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে অবশ্যই সাংবাদিক ভাইয়েদের ডেকে জানাব। আজ মেয়ের জন্মদিন, আমাদেরও আনন্দের দিন। তাই এমন আনন্দঘন পরিবেশেই সুখবরটি জানাচ্ছি।’

Manual6 Ad Code

এসএসসির পর বিয়ে হলেও স্বামীর সহযোগিতায় পড়াশোনাটা শেষ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার স্বামী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সবসময় তার সাপোর্ট ছিল। বিয়ের পর ঢাকায় এনে কলেজে ভর্তি করানো, পড়াশোনা থেকে সবকিছু হাতে ধরে শিখিয়েছেন তিনি। আজ (গতকাল) স্বামী ও সন্তানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুব আনন্দ লাগছে।’

Manual4 Ad Code

২০১৩ সালে নির্মাতা জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নিঝুম রুবিনা। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ সিনেমাগুলোতে। বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম রুবিনা। একটি আজিম খানের ‘দুই মা’, অন্যটি আনোয়ার শিকদার টিটোনের ‘বন্ধু তুই আমার’।

এছাড়া সবশেষ গেল সেপ্টেম্বরে ‘লিপিস্টিক’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটতে আরও অভিনয় করেছেন পূজা চেরী, জায়েদ খান, আদর আজাদ প্রমুখ।

Manual5 Ad Code

শেয়ার করুন