Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ আসনে প্রার্থী দিতে চায় ‘ফুলকপি’ প্রতীকের বিডিপি

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
৩০০ আসনে প্রার্থী দিতে চায় ‘ফুলকপি’ প্রতীকের বিডিপি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
নতুন রাজনৈতিক দল হিসেবে রোববার (২ ফেব্রোয়ারি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে ‘ফুলকপি’। আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান।

Manual8 Ad Code

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন গ্রহণ করেন দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন।

পরে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান বলেন, একাত্তরের স্বাধীনতা ও ২০২৪- এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে দল।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার নির্বাচন দুটোই চায় জানিয়ে দলের চেয়ারম্যান বাস্তবসম্মত সংস্কারের ওপর জোর দেন। তবে মূল সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে বলেও মত দেন।

Manual3 Ad Code

তিনি জানান, ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

Manual4 Ad Code

শেয়ার করুন