Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৩১ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র টেকসই হবে: যুবদলের মুরাদ

admin

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:০৮ অপরাহ্ণ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
৩১ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র টেকসই হবে: যুবদলের মুরাদ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাই রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারবদ্ধ। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে।

Manual4 Ad Code

শুক্রবার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নে খড়ারচর বাজার মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্তি ও প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শীতার্থদের মাঝে কম্বল বিতরণের জন্য এই সমাবেশ হয় ।

Manual6 Ad Code

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের এ দেশীয় দোসররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই।

Manual6 Ad Code

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল। আর তৃণমূলই হচ্ছে বিএনপির মূল শক্তি। এ জন্য ওয়ান-ইলেভেন সরকার এবং শেখ হাসিনা হাজারো চেষ্টা চালিয়েও বিএনপির কোনো ক্ষতি করতে পারেনি। চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে।

Manual8 Ad Code

ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলির সভাপতিত্বে ও মুরাদ বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন স্থানীয় নেতা ওয়াসিম বিল্লাহ, এম এ জলিল, আব্দুর রহমান বাবুল, খন্দকার আইয়ুব, সাবিনা ইয়াসমিন, আসিফুর রহমান মিলন প্রমুখ।

শেয়ার করুন