Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৪১ বছর বয়সেই মারা গেলেন আন্তর্জাতিক আম্পায়ার

admin

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ | ০২:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ জুলাই ২০২৫ | ০২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
৪১ বছর বয়সেই মারা গেলেন আন্তর্জাতিক আম্পায়ার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন আফগানিস্তানের এই অভিজ্ঞ আম্পায়ারের। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

Manual5 Ad Code

আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন শিনওয়ারি। ৩৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশের ঘরোয়া পর্যায়ে প্রথম-শ্রেণির ৩১টি, লিস্ট ‘এ’ ৫১টি এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৯৬টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

Manual4 Ad Code

এক শোকবার্তায় আফগান ক্রিকেট বোর্ড বলেছে, ‘বিসমিল্লাহ জান আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট গভীরভাবে শোকাহত।’

Manual8 Ad Code

শোকবার্তায় আরও বলা হয়েছে, ‘আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

শেয়ার করুন