Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৫ বছরের চুক্তিতে ‘স্বপ্নের ক্লাবে’ ব্রাজিলিয়ান তারকা

admin

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ১২:০০ অপরাহ্ণ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ১২:০০ অপরাহ্ণ

ফলো করুন-
৫ বছরের চুক্তিতে ‘স্বপ্নের ক্লাবে’ ব্রাজিলিয়ান তারকা

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ছোটবেলা দাদির বাড়িতে টিভিতে প্রিমিয়ার লিগ দেখতেন ব্রাজিলের তারকা ফুটবলার ম্যাথিউস কুনহা। তখন থেকেই স্বপ্ন দেখতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জড়ানোর। অবশেষে ৫ বছরের চুক্তিতে উলভারহ্যাম্পটন ছেড়ে ‘স্বপ্নের ক্লাবে’ যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১২ জুন) আনুষ্ঠানিকভাবে কুনহার সঙ্গে চুক্তি সম্পন্ন করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় ১০৩৮ কোটি টাকা (৬২.৫ মিলিয়ন পাউন্ড) খরচ করে পাঁচ বছরের জন্য তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্টরা। চুক্তি অনুযায়ী ২০৩১ সালের জুন পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে থাকবেন তিনি।

Manual5 Ad Code

ম্যানইউতে যোগ দিয়ে কুনহা বলেন, ‘ম্যানইউর খেলোয়াড় হওয়ার অনুভূতি ভাষায় বর্ণনা করা কঠিন। যখন থেকে আমি ব্রাজিলে ছোট ছিলাম এবং আমার দাদির বাড়িতে টিভিতে প্রিমিয়ার লিগের খেলা দেখতাম, তখন থেকেই ইংল্যান্ডে ইউনাইটেড আমার প্রিয় দল ছিল এবং আমি লাল জার্সি পরার স্বপ্ন দেখতাম।’

তিনি আরও বলেন, ‘দলকে জানার এবং নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি প্রাক-মৌসুম শুরুর অপেক্ষায় আছি। আমার পুরো মনোযোগ এখন দলের মূল্যবান অংশ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করা এবং এই ক্লাবটিকে আবার শীর্ষে ফিরিয়ে আনতে সাহায্য করা।’

Manual8 Ad Code

শেয়ার করুন