Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

৬৯ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, ডিবির জালে আটক ১

admin

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ২৬ মে ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
৬৯ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ, ডিবির জালে আটক ১

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ঊনসত্তর লক্ষ চৌদ্দ হাজার ছয়শত চল্লিশ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual2 Ad Code

আটককৃত গাড়িচালক রেজুয়ান আহমদ (২৩) জৈন্তাপুরের হরিপুরের আব্দুর রহিমের ছেলে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে আটটার সময় শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ সেনপাড়াস্থ পুষ্পায়ন-২৯ বাসার সামনের সড়ক থেকে ওই গাড়িচালককে আটক করা করে ডিবি। এসময় পিকআপ থেকে ১০৫ পিস ভারতীয় শাড়ি, ১৪ হাজার ৫৮০ পিস ভারতীয় Cadila Skinshine Cream ও ১৪ হাজার ৬৮৮ পিস ভারতীয় Skinfruit Cream জব্দ কর হয়। জব্দকৃত মালামালের মূল্য ৬৯ লাখ ১৪ হাজার ৬৪০ টাক। মালামল বহনের কাজে ব্যবহৃত একটি নিবন্ধনহীন ডিআই পিকআপটি জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

আসামীকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন