Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৮ গোলের বার্সা-অ্যাথলেটিকো রোমাঞ্চ থামল সমতায়

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
৮ গোলের বার্সা-অ্যাথলেটিকো রোমাঞ্চ থামল সমতায়

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক :
বল দখল, গোলে শট কিংবা আক্রমণ প্রতি আক্রমণ—এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে কেউ কাউকে ছাড় দিল না। অ্যাথলেটিকো মাদ্রিদের গোল উদযাপন থামতেই জালের দেখা পেয়ে মেতে উঠেছে বার্সেলোনা। কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে ৯৩ মিনিটে গোল হয়েছে আটটি। তবে রোমাঞ্চ চড়ানো ম্যাচটিতে জেতেনি কেউ।

সেমিফাইনালের প্রথম লেগ বসেছিল বার্সার মাঠে। অ্যাথলেটিকো শুরুতেই এগিয়ে যায় ২ গোলে। তবে বেশি সময় এগিয়ে থাকতে পারেনি। প্রথমার্ধেই তিন গোল দেয় বার্সা। শেষ মুহূর্তে ইনজুরি টাইমের গোলে অ্যাথলেটিকো পায় ড্রয়ের দেখা। এপ্রিলের মাঝামাঝি পরের লেগে নামবে দুদল। তার আগে লা লিগায় মার্চের ১৭ তারিখে লড়বে দুই প্রতিদ্বন্দ্বী।

Manual2 Ad Code

এদিন শুরুতে দুই গোলে এগিয়ে গেলেও সেটি ধরে রাখতে পারেনি অ্যাথলেটিকো। পাগলাটে এক ম্যাচের জন্ম দেয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথম ৬ মিনিটে দিয়েগো সিমিওনের দল পেয়ে যায় দুই গোল। জাল কাঁপান হুলিয়ান আলভারেজ ও আতোয়ান গ্রিজম্যান। বার্সাও তার পর চড়াও হয়ে ১৯ ও ২১ মিনিটে ফেরায় সমতা। একটি করে গোল করেন পেদ্রি ও কুরবাসি।

Manual3 Ad Code

বিরতির আগে ৪১ মিনিটে তৃতীয় গোল তুলে বার্সাকে আরও সুবিধাজনক জায়গায় নিয়ে যান ইনিগো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে রবের্ত লেভানডোভস্কি স্কোর ৪-২ করলে ম্যাচটা ঝুঁকে পড়ে বার্সার দিকে। তবে নাটক এখানেই শেষ হয়নি।

Manual2 Ad Code

৮৪ মিনিটে মার্কোস লরেন্তে স্কোর করেন ৪-৩। তার পর যোগ হওয়া সময়ে বাজিমাত করেন অ্যালেক্সান্ডার সরলথ। তার গোলেই হার এড়ায় সিমিওনের দল। আট গোলের লড়াইও থামে সমতায়।

শেয়ার করুন