স্ত্রী হত্যার ২৭ বছর পর স্বামীর সাজা
২৮ জানু ২০২৪, ০৪:৫০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলাম ওরফে বাবুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
মামলা থেকে খালাসপ্রাপ্তরা হলেন একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে ও মেয়ে মো. ইসলাম হোসেন ও জীবননেছা।
আজ রোববার (২৮ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। রায় প্রদানের পর আদালতের পুলিশ সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম বাবুকে জয়পুরহাট কারাগারে পাঠায়।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামি আমিনুল ইসলাম বাবু চুরি করতেন। স্ত্রী জরিনা বেগম চুরিতে বাধা দিলে তাকে মারধর করতেন। বিষয়টি জরিনা বেগম তার পরিবারকে জানান। এ নিয়ে গ্রামে সালিশও হয়। গত ১৯৯৬ সালের ২৫ এপ্রিল আসামি আমিনুলের বাড়ির পাশে বোরো ধানের খেতে জরিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন।
পাঁচবিবি থানা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ ২৭ বছর আইনি প্রক্রিয়ায় স্বাক্ষ্য প্রমাণে স্বামী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিচারে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালতের বিচারক। মামলায় সাজার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) উদয় চন্দ্র সিংহ।