সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে টানা চতুর্থ জয়ে শীর্ষে রংপুর
০৬ ফেব্রু ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরে ফর্মের তুঙ্গে রয়েছে রংপুর। নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে দুশ্চিন্তায় পড়ে যাওয়া দলটি এরপর টানা চার ম্যাচে জিতে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে।
রংপুরের ঠিক উল্টো অবস্থা দুরন্ত ঢাকার। তারা বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে মিশন শুরু করে। এরপর টানা পাঁচ ম্যাচে চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেটের পর আজ ফের রংপুরের বিপক্ষে হেরে ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে পড়ে আছে।
দুরন্ত ঢাকা আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে রংপুরের মুখোমুখি হয়। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান করে রংপুর।
দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ২৪ বলে ৩৯ রান করেন ওপেনার রনি তালুকদার। ২০ বলে ৩৪ রান করেন সাকিব আল হাসান। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নবি। আর ১০ বলে ১৬ রান করেন নুরুল হাসান সোহান।
১২০ বলে ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৮ ওভারে ১১৫ রানে অলআউট হয় দুরন্ত ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। রংপুরের হয়ে সাকিব ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া মেহেদি হাসান, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন।