Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রামায়ণে সীতার ভূমিকায় জাহ্নবী, কোন চরিত্রে থাকবেন রাকুল প্রীত?

admin

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
রামায়ণে সীতার ভূমিকায় জাহ্নবী, কোন চরিত্রে থাকবেন রাকুল প্রীত?

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:
দীর্ঘ দিন ধরে চর্চায় রয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। মহাকাব্য রামায়ণ অবলম্বনেই তৈরি হচ্ছে এই সিনেমা। কয়েকটি দিন পরেই শুরু হবে এর শুটিং। এতে রামচন্দ্রের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। রাবণ হবেন দক্ষিণী অভিনেতা যশ। হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে।

Manual8 Ad Code

তবে সিনেমায় সীতা কে হবেন তা নির্ধারণ করা হয়নি। একেক সময়ে উঠে এসেছে একেক জন অভিনেত্রীর নাম। কখনও শোনা গিয়েছে আলিয়া ভাটের কথা, কখনো আবার সাই পল্লবী। তবে অবশেষে নাকি পরিচালক মনস্থির করেছেন জাহ্নবী কাপুরে। এর মাঝেই আলোচনায় আর এক অভিনেত্রীর প্রবেশ। তিনি রাকুল প্রীত সিংহ।

রামায়ণ সিনেমা সিনেমাটি নীতেশের অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট— সব দিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে বলে অনুমান ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের।

Manual3 Ad Code

শেয়ার করুন