হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড
১৫ ফেব্রু ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে অবস্থিত শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাস জুড়ে আতঙ্ক দেখা দেয়। ছুটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৮জন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শেখ হাসিনা মেডিক্যাল কলেজে সরস্বতি পূজা উপলক্ষে লাইটিং সাজানো হয়। সন্ধ্যার পর একটি লাইট লিক করে এসির পাইপে লেগে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের মাঝে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, প্রাথমিকভাবে জানা গেছে এসির তার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।