Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পিপিএম-সেবা পদকে ভূষিত হলেন গোয়াইনঘাট থানার বর্তমান-প্রাক্তন ওসি

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
পিপিএম-সেবা পদকে ভূষিত হলেন গোয়াইনঘাট থানার বর্তমান-প্রাক্তন ওসি

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হয়েছেন সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ও মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘রাষ্ট্রপতি পুলিশ পদকে’ (পিপিএম। সেবা) তাঁদের ভূষিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার পুলিশ হেডকোয়াটারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, পূর্বের কর্মস্থল সিলেটের গোলাপগঞ্জ থানার হত্যার ৩৩ বছর পর পলাতক আসামিকে গ্রেপ্তার, এক সাথে ২৭ জন চোরকে গ্রেপ্তার, ডাকাতি মামলার ছয়জন আসামি গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন করেন ওসি রফিকুল ইসলাম। গুসি রফিকুল ইসলাম বর্তমানে সিলেটের গোয়াইনঘাট গলায় কর্মরত রয়েছেন।

Manual2 Ad Code

এ ব্যাপারে ওসি মো. রফিকুল ইসলাম জানান, দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বে ‘রোল মডেল’। জঙ্গিবাদ, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশ জনগনের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছে। যার ফলে পুলিশ সফল হয়েছে। তিনি বলেন, আমরা জনগণের সাথে অসদাচরণ করা থেকে বেরিয়ে আসতে পেরেছি। পেশিশক্তি নয়- ব্যবহার করেছি আইনি সক্ষমতা। তিনি পদকপ্রাপ্তির এ অর্জন আগামীতে দেশ ও জাতির সেবায় তাঁকে আরও অধিক অনুপ্রাণিত করবে উল্লেখ করে বলেন, আমি আমার উর্ধতন কর্তৃপক্ষ ও পূর্বের কর্মস্থলের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল আমার আজকের এ পদকপ্রাপ্তি।

Manual1 Ad Code

অপরদিকে, পূর্বের কর্মস্থল সিলেটের গোয়াইনঘাট ঘনার ক্রু দেস অজ্ঞাতনামা পাগলীকে গণধর্ষণ ও হতর মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার, পর্যটক আলে ইমরান ক্রু লেস হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন ও আসামি গ্রেপ্তার করেন ওসি নজরুল। গোয়াইনঘাট থানা হতে ১৪ মাসের শিশু শাহজাহানকে বিক্রয়ের উদ্দেশ্যে অপহরণ করার পর হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকা হতে উদ্ধার ও আসামি গ্রেফতার করা হয়। গোয়াইনঘাট থানা এলাকায় প্রতিনিয়ত বিশেষ অভিযান, মাদক উদ্ধার, চোরাচালান রোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করেন ওসি নজরুল। উক্ত অভিযানকালে ১৯টি মামলায় ৩৬ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের ৩২ হাজার একশ কেজি ভারতীয় চিনি, ১১ লক্ষ ৫৬ হাজার টাকা মূল্যের ২৮টি ভারতীয় গরু ও একটি ভারতীয়য় মহিষ উদ্ধার এবং একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোরিক্সা, তিনটি ডিআই পিকতাপ ও একটি সিএনজি আটক করে জড়িত আসামিদের গ্রেপ্তারপুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Manual5 Ad Code

এছাড়া মাদক রোধকল্পে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ২৬টি মামলায় ৪২২ পিস ইয়াবা ট্যাবলেট, একশ’ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ১ কেজি ৪২৫ গ্রাম গাঁজা, ১০টি গাঁজার গাছ, ৫৪ বোতল ফেনসিডিল, ৫০ হাজার শলাকা ভারতীয় বিড়ি এবং উচ্চ কাজে ব্যবহৃত এটি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার এবং জড়িত আসামিদের গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন ওসি কে এম নজরুল। গোয়াইনঘাট খালায় যোগদানের পর হতে সাইবার ক্রাইম প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছেন ওসি নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার ঘটনায় দ্রুত মামলা রুজু এবং তাঁর নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। এছাড়াও প্রো-অ্যাক্টিভ পুলিশিংয়ের মাধ্যমে সাইবার ক্রাইম অপরাধের বিষয়ে গোয়াইনঘাটবাসীকে সচেতন করেন ওসি নজরুল। যার ফলশ্রুতিতে গোয়াইনঘাট উপজেলায় সাইবার ক্রাইম অপরাধ হ্রাস পেতে থাকে।

Manual5 Ad Code

ওসি কে এম নজরুল বর্তমানে মৌলভীবাজার সদর মডেল থানায় কর্মরত রয়েছেন। পদকপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওসি কে এম নজরুল বলেন, বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে পাকহানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ। আত্মতুষ্টি নয়, আমরা অনেক পথ এসেছি যেতে হবে বহুদূর। তিনি বলেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা বেশি, সমাজের চাহিদা বেশি। জনগণ, সমাজ, মিডিয়া প্রতিনিয়ত পুলিশকে ওয়চ করে। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আমাদের নেই।

তিনি আরও বলেন, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিলাম। চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রেখেছিলাম। নিজের মধ্যে দৃঢ় প্রত্যয় সৃষ্টি করতে পেরেছি বলে সধন্য হয়েছি।

পরিশেষে তিনি তাঁর উর্ধতন কর্তৃপক্ষ ও পূর্বের কর্মস্থলের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন, আজ তাঁর এ পদকে ভূষিত হওয়া সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ব্যংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসি মো. রফিকুল ইসলাম ও ওসি কে এম নজরুলকে রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত পদকের বেইজ পরিয়ে দেন।

শেয়ার করুন