Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পরিবহন ধর্মঘট, পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পরিবহন ধর্মঘট, পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা।

গ্যাসের সংকট নিরসন, শ্রমিকদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে এই ধর্মঘট। ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা।

Manual2 Ad Code

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার্থী এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের পুলিশের ভ্যান গাড়িতে কেন্দ্রে পৌঁছে দিতে দেখা যায়।

সিলেট রেঞ্জ পুলিশের ঢাকা মেট্রো ঠ-১৪-১২৭৭ ভ্যানগাড়িতে করে পরীক্ষার্থী ও কলেজ শিক্ষার্থীদের কয়েকজন পুলিশ সদস্য দক্ষিণ সুরমার লালাবাজার থেকে পরীক্ষা কেন্দ্রে ও কলেজে পৌঁছে দেয়ার জন্য নিয়ে যায়।

পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের ওসমানী সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) আশরাফুজ্জামান।

তিনি জানান, ওসমানী ও বালাগঞ্জ থানার দুটি টিম বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়। জেলা পুলিশ জনগণের সেবায় সব সময় নিয়োজিত রয়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের থানা পুলিশকে আগে থেকেই বলে রাখা হয়েছে তাদেরকে কেন্দ্রে পৌঁছে দিয়ে সহযোগিতা করার জন্য।

উপস্থিত কয়েকজন প্রত্যেক্ষদর্শী বলেন, ধর্মঘটের কারণে পরীক্ষার্থীসহ কর্মীজীবী মানুষরা বিপাকে পড়েছেন। পুলিশের একটি ভ্যানে করে বেশ কয়েকজন পরীক্ষার্থী ও কলেজ শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে নিয়ে যায়। সত্যি এটা খুবই ভালো লাগার বিষয়। কারণ আমরা সব সময় পুলিশের খারাপ দিক দেখে সমালোচনা করি। কিন্তু তারাও ভালো কাজ করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সিলেটে প্রত্যেক মাসের ১৮ থেকে ২০ দিন পর থেকেই পেট্রোল পাম্পগুলোতে অনুমোদিত লোড শেষ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত যানবাহনের চালকরা।

Manual4 Ad Code

গত রোববার (২৫ ফেব্রুয়ারি) নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলায় সিএনজি চালিত সব যানবাহনের সিএনজি লোডিংয়ে সব সংকট ও প্রতিবন্ধকতা দূর করার দাবিতে মানববন্ধন করে পরিবহন শ্রমিকরা।

Manual6 Ad Code

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সিলেটবাসী গ্যাস সংকটের কারণে দুর্ভোগে রয়েছে। বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। বিগত কয়েক বছর থেকে গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের অবহিত করার পরও সমাধান হচ্ছে না।

এসময় মঙ্গলবারের (২৭ ফেব্রুয়ারি) মধ্যে গ্যাসের লোড বৃদ্ধি ও সংকট সমাধান না হলে বুধবার থেকে সিলেটের সব সড়ক পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালন করা হবে বলে জানান পরিবহন নেতারা।

সরেজমিনে দেখা যায়, পরিবহন ধর্মঘটের কারণে সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার যানবাহন। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন এসএসসি পরীক্ষাসহ অন্যান্য যাত্রীরা। এ ছাড়া পর্যটন নগরী সিলেটে দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পর্যটকেরাও আটকা পড়েছেন। সকাল থেকে সিলেটের দক্ষিণ সুরমার তেতলীবাজার বাইপাস ও চন্ডিপুল ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহন শ্রমিকেরা গাড়ি আটকে দিতে দেখা যায়। পরীক্ষার্থী, রোগী ও বিদেশযাত্রীদের বহনকারী যান ধর্মঘটের আওতামুক্ত বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা।

এ বিষয়ে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বার বার ধর্না দিয়েও সমাধান মিলছে না।

Manual3 Ad Code

তিনি বলেন, আমাদের তিনদফা দাবিসহ ৫দফা দাবিতে আজকের এই ধর্মঘট পালন করা হচ্ছে।

শেয়ার করুন