Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার টেলিটক মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করবে : পলক

admin

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সরকার টেলিটক মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করবে : পলক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার সারা দেশে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ও উন্নতি ঘটাবে। এ লক্ষ্যে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি মোবাইল কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিটিএস সাইট টাওয়ারের সংখ্যা অন্যান্য বেসরকারি মোবাইল অপারেটরের তুলনায় কম। সেই কারণে টেলিটকের নেটওয়ার্ক অন্যান্য মোবাইল অপারেটরগুলোর তুলনায় সমানভাবে পাওয়া যায় না।

তিনি বলেন, এই উদ্যোগের আওতায় ‘গ্রাম পর্যায়ে টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ফাইভ জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় এখন তিন হাজারটি নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

Manual2 Ad Code

পলক জানান, চট্টগ্রামের প্রত্যন্ত পার্বত্য অঞ্চল, হাওর ও অন্যান্য উপকূলীয় ও দ্বীপ এলাকায় আর্থিক সামাজিক দায়বদ্ধতা তহবিলের মাধ্যমে ৪২০টি নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ চলছে।

Manual6 Ad Code

তিনি জানান, এর পাশাপাশি ফোর জি মোবাইল নেটওয়ার্ক সার্ভিসের আওতায় ইউনিয়ন পর্যায়ে প্রায় দুই হাজার বিটিএস সাইট (টাওয়ার) নির্মাণ করা হবে।

Manual2 Ad Code

শেয়ার করুন